ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত, বাড়িতে শোকের মাতম
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৯-২৭ ০৯:০৭:০২

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শানু মিয়া (৪৫)।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টায় বাহরাইনের সালমানিয়া হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৫ দিন আগে বাহরাইনের আলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শানু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত শানু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া বন্দের বাড়ির মৃত মোঃ ওয়াদ আলী মিয়ার পুত্র। শানু মিয়ার ছোট ভাই রোবেল মিয়া জানান, ১৪ বছর আগে তার বড় ভাই শানু মিয়া জীবিকার টানে বাহরাইনে পাড়ি জমান। ইতিমধ্যে ৪ বার তিনি ছুটিতে দেশে এসেছেন। 

পারিবারিকভাবে রোকসানা, হাফসানা ও ফাতেমা নামে ৩ মেয়ের জনক তিনি। সর্বশেষ ৩ মাসের ছুটি কাটিয়ে গত ৯দিন আগে ফের বাহরাইন গিয়েছিলেন শানু মিয়া। বাহরাইনে কর্মরত এক আত্মীয়ের মাধ্যমে পরিবারের কাছে সড়ক দুর্ঘটনায় শানু মিয়া নিহত হওয়ার খবর আসে। এ খবরে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস। এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শানু মিয়ার এতিম তিন কন্যা সন্তান তাদের পিতার লাশ এবং স্বামীহারা কোহিনূর বেগম তার স্বামীর লাশ দেশে এনে এক নজর দেখার আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারের লোকজন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী