ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
শেষবারের মতো নিজ কর্মস্থলে মাহবুবে আলম
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৮ ০১:৫৬:৫১

মিন্টো রোডের বাসা থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ নেয়া হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। জানাজা কিছুক্ষণের মধ্যে।

এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার সম্মানে আজ (সোমবার) হাইকোর্ট ও আপিল বিভাগের কোনো বেঞ্চ বসবে না।

গত ৩ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ১৮ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই কোমায় ছিলেন তিনি। গতকাল সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে মৃত্যু হয় তার।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনেরা।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা