এক’শ এরও অধিক ট্রাক্টর মালিক নিয়ে নীলফামারীতে দিনব্যাপী সোনালিকা ডে উদযাপিত হয়েছে। বিনামুল্যে সার্ভিস, শতকরা দশ টাকা ছাড়ে যন্ত্রাংশ বিক্রয়, ডিজিটাল বুথ এবং স্বাস্থ্য সেবা ছাড়াও মালিক-চালকদের নিয়ে নানা প্রতিযোগীতা শেষে পুরস্কার প্রদান করা হয় এদিন।
জেলা সদরের পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার অনুষ্ঠিত এই বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভার উদ্বোধন করেন এসিআই মোটরস’র লিমিটেডের ডাইরেক্টর সেলস আজম আলী।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি প্রকৌশলী উজ্জল কুমার কর ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বক্তব্য দেন।
এ সময় এসিআই মোটরস এর সেলস ম্যানেজার মাহমুদ রশিদ, মার্কেটিং ম্যানেজার সেলিম সরকার, রিজিওনাল সেলস ম্যানেজার এস কে আলীম ও ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার হামিদুর ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে ডিলার শুকরিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খালিদ শামস কায়েশ বক্তব্য দেন অনুষ্ঠানে। এ সময় অন্যান্য ডিলারগন উপস্থিত ছিলেন।
এদিন ইয়ানমার কম্বাইন হারভেস্টর, সোনালিকা ট্রাক্টর, এসিআই পাওয়ার টিলার, এসিআই ওয়াটার পাম্প, কর্মাসিয়াল ভেইকেল, ফোটন পিকআপের প্রদর্শন করা হয়।
ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার হামিদুর ইসলাম জানান, ১১০জন ট্রাক্টর মালিক ও চালকদের নিয়ে দিনব্যাপী নানা সেবা কার্যক্রম শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মালিক-চালক এবং উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়।