সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন।
এতে সহকারী শিক্ষক ওয়াজেদ আলী রানা, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান, রিপন মিয়া, মাহিদুল ইসলাম ও রুহুল আমিন বক্তব্য দেন।
মানববন্ধনে উল্লেখ করা হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ¯œাতক সম্মান আর বেতন গ্রেড ১৩তম অথচ অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম।
বলা হয়, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পুলিশের উপ-পরিদর্শক, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ যোগ্যতা ¯œাতক সম্মান তাদের সবার বেতন গ্রেড দশম। আর আমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই যোগ্যতায় চাকুরীতে প্রবেশ করলেও অবস্থান করছি ১৩তম গ্রেডে। আমরা বৈষম্যের শিকার হচ্ছি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনা রহমান বৈশাখি।
আমিনা রহমান বৈশাখি বলেন, একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা ¯œাতক(দ্বিতীয় শ্রেণি) ও দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন তাদের গ্রেডও দশম আর আমরা পড়েছি ১৩-এ।
অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আবেদন যাতে আমাদের দশম গ্রেডে উত্তীর্ণ করা হয়।
এরআগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তারা।