ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পলাশে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • হাজী জাহিদ
  • ২০২৪-০৯-২৬ ০৬:৪৭:২৩

নরসিংদীর পলাশে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল্লাহ্'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল্লাহ্ জানান, এ বছর উপজেলার ৪২টি দুর্গাপূজা মণ্ডবে পূজা হবে। এ উপলক্ষে পূজাণ্ডবগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম, পলাশ উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলম মোল্লা, 
পলাশ পূজা উদযাপন কমিটির সভাপতি অশীস দাস, সাধারণ সম্পাদক শুভ্রত দত্ত।

আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, জামায়াতে ইসলামী পলাশ উপজেলার আমীর আবুল কাশেম সিকদার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাইল খয়েরী, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, চারটি ইউনিয়ন, একটি পৌরসভার পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ হেফাজত এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী