ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দ্বিতীয় টেস্টে কি একাদশে থাকবেন তাইজুল?
  • মোঃ ইলিয়াছ
  • ২০২৪-০৯-২৬ ০২:৫৭:২৭
বলুনতো এই মূহূর্তে বাংলাদেশের সেরা স্পিন বলার কে? অনেকের মাথায় আসবে মিরাজ বা সাকিবের নাম। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গেল দুই বছরেরে স্ট্যাট বলছে, এই মূহুর্তে বাংলাদেশের সেরা স্পিনার তাইজুল ইসলাম। অথচ এই বাঁ হাতি স্পিনার ছাড়াই ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। যেখানে লজ্জার হার দেখেছে টাইগাররা। যদিও পাকিস্তানের সাথে টেস্ট সাফল্যর সময়ও একাদশে ছিলেন না তাইজুল। তবে ভারতের বিপক্ষে এই স্পিনারের অভাব যে হারে হারে টের পেয়েছেন শান্তরা। পরিসংখ্যান বলছে, গেল দুই বছরে তাইজুল ৬ টেস্টে ১২ ইনিংসে নিয়েছেন ২৯ উইকেট। এর মধ্যে দুইবার নিয়েছেন ৫ উইকেট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে একাই নিয়েছিলেন ১০ উইকেট। হয়েছিলেন ম্যাচ সেরা। ক্রিকইনফোর ভাষ্যমতে, দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে আটকাতে চায় ভারত। তাইতো এবার নিজেদের চিরচেনা কালো মাটিতেই খেলতে চায় রোহিত শর্মার দল। যেখানে পেসারদের তুলনায় স্পিনাররাই ব্যাটারদের ওপর রাজত্ব করবেন। এমতাবস্থায় বাংলাদেশ কি তাইজুলকে একাদশে ফেরাবে নাকি আগের মতোই বেঞ্চে বসিয়ে রাখার সাহস দেখাবে। সেই ২০১৪ সাল থেকে দেশ-বিদেশে যেখানেই টেস্ট হয়েছে সেখানেই দলে ছিলেন তাইজুল ইসলাম। ছন্দে থাকা এই বাঁ হাতি স্পিনারকে কিছুটা দুর্ভাগা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায় হাবিবুল বাশার। তিনি মনে করেন, অন্য কোন কারণ নয়, পেসারদের জায়গা দিতেই তাকে দলে সুযোগ দিতে পারছে না টিম ম্যানেজম্যান্ট।
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স