স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ।
বুধবার দুপুরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হন সংগঠনের নেতারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ জানান, যথাযথ নিয়ম অনুসারে জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপিটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে।
ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। এসব প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলে পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের জীবন মানের উন্নয়ন ঘটবে।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হান্নান ও রামগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।