ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পুঠিয়ার ধোপাপাড়ায় রাইস মিল স মিলের মিটার চুরির হিড়িক
  • পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-০৯-২৫ ০৬:১৬:১৭

পুঠিয়ার ধোপাপাড়া বাজারের রাইস মিল স মিলের মিটার চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে প্রায় দশটি মিটার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সোমবার দিবাগত রাত্রিতে ৬টি মিলের মিটার চুরি হয়। এগুলো হলো, নজির উদ্দিনের রাইস মিল, খলিলুর রহমানের রাইস মিল, আব্দুস সালামের রাইস মিল, সহিদুল ইসলামে রাইস মিল ও ইসলাম স মিল।

 উপজেলার বানেশ্বর বাজারের পর ধোপাপাড়া বাজারেই সবচেয়ে বেশি রাইস ও স মিল রায়েছে। এ কারণে চোর চক্র বানেশ্বরের পর ধোপাপাড়া বাজারের মিলগুলির উপর তাদের নজর পরেছে বলে ধোপাপাড়া বাজারের একধিক ব্যবসায়ীরা জানিয়েছেন। একটি সংঘবদ্ধ মিটার চোর চক্র এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে বলে তাদের অভিযোগ। মিটার চোরের একই কায়দায় তাদের এ চুরির ঘটনা ঘটাচ্ছে। মিটার চুরির পর চোরেরা মিটারের তারের সাথে বা মিলের দরজার কাছে একটি মোবাইল নম্বর দিয়ে যায়। 

গত রাতের চুরির করে চোরেরা ০১৩৩৪৫১০৭৯৮ মোবাইল নম্বরটি দিয়ে যায়। সেই মোবাইল নম্বরে যোগাযোগ করলে এবং তাদের চাহিদা মোতাবেক টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা মাত্রই মিটারের খোঁজ পাওয়া যায়। প্রত্যেকটি মিটারের জন্য ৫ থেকে ৭ হাজার টাকা দাবি করা হয়। মিল মালিকদের অনেকেই ঝামেলা এড়ানোর জন্য বিকামের মাধ্যমে টাকা প্রদান করে মিটার সংগ্রহ করে থাকেন। চুরি করা মিটারগুলি চুরি করে চোরেরা বাজার এলাকার কোন গোপন স্থানে রেখে দেয়। টাকা প্রদান করা মাত্রই তারা সেই সব গোপন স্থানের কথা জানায়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার এ বিষয়ে কাজ করছি। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী