দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেড এর পুনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিলস্ গেট চত্বরে শ্রমিক কর্মচারী, আখ চাষী ও ছাত্র-জনতা সর্বস্তরের জনগনের পক্ষে সেতাবগঞ্জ চিনিকল পুন: চালনা আন্দোলন আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত সেতাবগঞ্জ চিনিকল আধুনিকায়ন সহ পুনরায় চালু করনের দাবী জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ‘চিনিকলটি বন্ধ থাকায় এলাকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। বর্তমানে দারিদ্র্যসীমার নিচে আমরা বাস করছি। অন্য ফসল চাষ করে আখ চাষিরা সংসারের খরচ চালাতে পারছেন না। আমাদের একমাত্র প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করা হোক। তাহলে এই অঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে করে ব্যবসা- বাণিজ্যেরও প্রসার হবে।
বক্তরা আরো বলেন, ‘আমরা বিভিন্ন সময় চিনমিলটি চালুর জন্য আন্দোলন –সমাবেশ করেছি, কাজ হয়নি। বর্তমান অন্তর্র্বতী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রাণের দাবি হচ্ছে, তিনি যেন চিনিকলটি চালু করে এ অঞ্চলের মানুষকে অর্থনৈতিক দৈন্যতা থেকে বাঁচান।’
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকল পুন: চালনা আন্দোলন আহবায়ক কমিটির আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব ইসমাইল হোসেন, প্রমুখ।