ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৯-২৪ ০৮:৪৪:১৯

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুরে পাহাড়পুর জামায়াততে ইসলামী দলীয় কার্যালয়ে সকল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তর এর আয়োজনে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর-রংপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

শহীদ পরিবারের মধ্যে ৪টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। শহীদ পরিবার গুলোর মধ্যে বীরগঞ্জ উপজেলার শহীদ সেলিম উদ্দিন গার্মেন্টস কর্মী, চিরিরবন্দরের উপজেলার শহীদ সুমন পাটোয়ারী গার্মেন্টস কর্মী, বিরল উপজেলার শহীদ আসাদুল্লাহ হক রিক্সা চালক, বিরল উপজেলার শহীদ জিয়াউর রহমান গার্মেন্টস কর্মী।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর এর উপদেষ্টা ও দিনাজপুর জেলা জামায়াত ইসলামী উত্তর এর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, শ্রমিকোলন ফেডারেশন এর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি আব্দুল মতিন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তরের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তরের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, মোঃ বেলাল হোসেন, জেলা ট্রেড বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, জেলার নির্বাহী সদস্য এস এম হাদিউজ্জামান প্রমূখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী