ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ভোলার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা
  • ভোলা জেলা সংবাদদাতা:
  • ২০২৪-০৯-২৪ ০৮:৪২:১৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোলায় ওজোপাডিকোর পিচরেট কর্মচারী, লাইন সাহায্যকারী ও কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদের কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার  সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। প্রায় পাচঁ শতাধিক কর্মচারীর বয়স শিথিল করে শূন্য কোঠায় চাকরি স্থায়ীকরণের দাবিতে নানা স্লোগান দেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। অফিস টাইমের বাইরে কোথাও কাজে গেলে নামমাত্র পাওয়া টাকা দিয়ে তাদের সংসার চালাতে হয়। ঝুকিপুর্ণ এই কাজ করার কারণে অনেকেই মারা গেছে আবার অনেকের অঙ্গহানী হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বেতন ভাতার কোন ব্যবস্থা করেনি। তাই চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা।

কর্মসূচীতে পিচরেট কল্যাণ সমিতির সভাপতি হারুন জমাদ্দার, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ, সহ- সভাপতি মো. ফারুক মাল, মো. ফিরোজ, মাকসুদুর রহমান, মো. বায়েজিদ, সহ- সম্পাদক মো. হাসানুরুর রহমান, সহ- সাধারণ সম্পাদক শিশির কুমার মজুমদার, মো. আল আমিন বাহার,  মো. রবিন, মো. আল আমিন, মো. বায়েজিদ, কোষাধ্যক্ষ মো. আরিফ, দপ্তর সম্পাদক মো. সজিব, সহ দপ্তর সম্পাদক মোসাম্মদ সেফা, শিবু দাস, ভাস্কর দে, অন্তর চন্দ্র গৌরামী অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে ভোলা জেলার বিদ্যুৎ গ্রাহকদের।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী