ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
বৃষ্টি উপেক্ষা: টিকিটের আশায় জড়ো হয়েছেন প্রবাসীরা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৭ ০১:৪৪:১৩

কাজে ফেরার উৎকণ্ঠা নিয়ে টানা নবম দিনের মতো আজও কাওরান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিটের আশায় জড়ো হয়েছেন প্রবাসীরা। টিকিটের নিশ্চয়তা না পেলেও টোকেনের আশায় কেউ বসে কিংবা কেউ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

সৌদি প্রবাসীদের অভিযোগ, টিকিটের জন্য দিনের পর দিন অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না অনেকে। অনেকে ট্রানজিট হয়ে এয়ার আরাবিয়াসহ বিভিন্ন ফ্লাইটে এসেছেন, কোন ভাবেই টিকিটের টোকন তাদের দিচ্ছে না সৌদি এয়ার লাইন্স কিংবা বাংলাদেশ বিমান।

তাদের দাবি, এয়ারলাইন্স যেন তাদের টিকিটের নিশ্চয়তা দেয় এবং টোকেন সরবরাহ করে। টিকিটের আশায় অপেক্ষায় থাকা প্রবাসীরা জানান, তাদের অনেকেই নোয়াখালী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ কেউ গত শনিবার থেকে অপেক্ষা করছেন। টিকিটের জন্য টোকেন হাতে পেলেও কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলে জানান তারা।

 

ডায়াবেটিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এক্সপার্টো লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সর্বশেষ সংবাদ