ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ১১৬ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৯-২৩ ০৫:৪৩:৪১

নীলফামারীর ডোমারে ১১৬ বোতল ফেন্সিডিলসহ রিনু আক্তার বৃষ্টি মনি(২২) নামে এক গৃহবধুকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। 

গ্রেফতার রিনু আক্তার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের দক্ষিণ বামুনিয়া এলাকার মোশাইদুল ইসলামের স্ত্রী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, রবিবার দুপুরে গ্রেফতার নারীর বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে ১১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে বাড়ির মালিক রিনুর স্বামী মোশাইদুল ইসলাম পালিয়ে যায়। 

গ্রেফতার নারীকে দুপুরে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ফেন্সিডিলের দাম ২লাখ ৩২হাজার টাকা। এ ঘটনায় উপ-পরিদর্শক শফিয়ার রহমান বাদী হয়ে ডোমার থানার একটি মামলা করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাসেন আলী জানান, গ্রেফতার নারীকে আদালতে হাজির করা হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী