ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
হায়দরাবাদকে হারিয়ে কলকাতার প্রথম জয়
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৭ ০১:৪২:৩৪

আইপিএলের শুরুটা ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে রোহিতের ব্যাটিং তাণ্ডবে ম্যাচ হারতে হয়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল কলকাতা। শনিবার ১২ বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স।

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট নেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। তবে ম্যাচের শুরুতেই ওয়ার্নারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতেই কি প্যাট কামিন্সের কামব্যাক? আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩ ওভারে ৪৯ রান খরচ করা কামিন্স, দিনটাকে বেছে নিলেন নিজেকে প্রমাণ করতে; কেন তাকে সাড়ে ১৫ কোটি রূপিতে কিনেছিলো কলকাতা ম্যানেজমেন্ট। চার ওভারে মাত্র ১৯ রান খরচায় জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদকে শুরুর ধাক্কা দেন কামিন্সই।

শুরুতে ওপেনার ওয়ার্নাকেও ঝড় তুলেতে দেননি বরুণ। বিপজ্জনক ওয়ার্নারকে ৩০ বলে ৩৬ রানে আউট করেন। তবে ওয়ার্নারের ৩৬ আর মানিশ পান্ডের অর্ধশতকে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪২ রান হায়দরাবাদের।

ম্যাচের পরের চিত্রনাট্যের নায়ক শুভমান গিল। তরুণ এই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটে ভর দিয়ে সাত উইকেটের সহজ জয় কলকাতার। শুরুতে ওপেনার সুনিল নারাইন শূণ্য রানে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে নিতিশ রানা ও গিল প্রাথমিক চাপ সামলে নেন। ৫৩ রানে তিন উইকেট হারানো কলকাতার বাকি কাজটুকু সারেন মরগ্যান ও গিল। মরগ্যান অপরাজিত থাকেন ৪২ রানে, গিলের ব্যাট থেকে আসে ৭০ রান।

চলতি আইপিএলে এটি কলকাতার প্রথম জয়, অন্যদিকে হায়দ্রাবাদের টানা দ্বিতীয় পরাজয়।

বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ