ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দেয়াল চাপায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৭ ০১:৩৯:৩০

বাড়ির দেয়াল চাপা পরে দিনাজপুরে দুই সন্তানসহ স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্বপন  মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।

স্বপনের মামা শাহিনুর আলম জানান, টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়।  সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা