ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সৈয়দপুরে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০৯-২১ ০৭:২৮:২৯

 নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় চক্ষু শিবিরে তিন’শ জনকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
 
শনিবার গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাহমিদা নাজনিনের নেতৃত্বে ৭ জন চিকিৎসক চক্ষু শিবির পরিচালনা করেন। চক্ষু শিবিরে ৫০জনকে ছানি অপারেশনের জন্য যাচাই-বাছাই করা হয়। তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
 
আঞ্জুমানে গাউসিয়ার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী জানান, পীরে কামেল খাতিবে আজম সৈয়দ কালিম আশরাফী হুজুরের নির্দেশনায় প্রতি বছর গরীবদের জন্য বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়ে থাকে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত