নীলফামারীতে যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নে মানববন্ধন
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৪-০৯-২০ ১১:২৫:২৪
- Print
'দয়া নয় কর্ম চাই, বাচাঁর মতো বাঁচতে চাই’ শ্লোগানে নীলফামারীতে সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাকিল চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক মুন্না উমর ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
মানববন্ধন সমাবেশে সকল ধরণের বৈষম্য মুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকারসহ নিয়মিত বেকারত্ব জরিপ প্রতিবেদন আকারে প্রকাশসহ যুব সমাজের মুক্তির সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নের আহবান জানানো হয় সরকারের প্রতি।