ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দীঘিনালায় ঘটনার প্রতিবাদে বান্দরবানে পাহাড়ী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
  • বান্দরবান প্রতিনিধি
  • ২০২৪-০৯-২০ ০৬:৫৭:৩২

দীঘিনালায় ঘটনায় বান্দরবানে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১১টায বান্দরবানের রাজারমাঠ থেকে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।  ব্যানার ফেস্টুন, প্লেকার্ড হাতে শতশত শিক্ষার্থীদের মিছিলটি শহরের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে প্রেসক্লাবের সামনে মারমা  স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটন তঞ্চঙ্গ্যা, টনায়া ম্রো, জন ত্রিপুরা, মাখাই মারমা, অনন্ত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীঘিনালায় চোর অভিযোগে বাঙালি ভাই মামুন'কে হত্যাকারীদের খোঁজে আইনের আওতায় আনা হোক।পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়ীদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাদের ষড়যন্ত্রে পাহাড়ীদের ওপরে হামলা-অগ্নিসংযোগ করা হলে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবেনা। পাহাড়ের ছাত্র সমাজ আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেনা। আইনশৃংখলা বাহিনীকে নিরপেক্ষ দাড়িত্ব পালনের অনুরোধ রইলো।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী