ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ভারতের মাটিতে হাসানের ইতিহাস
  • ক্রীড়া ডেস্ক
  • ২০২৪-০৯-২০ ০৬:৪৬:২৮

মাত্রই চতুর্থ টেস্ট খেলতে নেমেছে হাসান মাহমুদ। এরই মাঝে দ্বিতীয় ৫ উইকেট শিকার করে নিয়েছেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ফাইফারের পর গতকাল চেন্নাইতে ভারতের বিপক্ষে দ্বিতীয়টি। স্পিন স্বর্গরাজ্য হিসেবে খ্যাত চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম দিন থেকেই ব্যাটসম্যানদের ভোগাচ্ছিলেন। কাল চার উইকেটের পর গতকালসকালে জাসপ্রিত বুমরাকে ফিরিয়ে ব্যাক টু ব্যাক ৫ উইকেট পেলেন তিনি।

ভারতের মাটিতে ভারতেরই বিপক্ষে ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটারও হাসান। এই মাইলফলক ছুঁতে তার খরচ করতে হয়েছে ৮৩ রান। এর আগে ২০১৯ সালে ইন্দোরে আবু জায়েদ রাহি পেয়েছিলেন ১০৮ রানে ৪ উইকেট। শুধু তাই নয় চেন্নাইয়ের মাটিতে ১১ বছর পর কোনো পেসার পেয়েছেন ৫ উইকেটের দেখা। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন পেয়েছিলেন ৫ উইকেটের দেখা।

তার বোলিং দ্যুতি ছড়াচ্ছে কয়েক বছর ধরেই। রঙিন পোশাকে তাই দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে ক্রিকেটের কুলিন সংস্করণ টেস্টে তার অভিষেক হয়েছে চলতি বছরের মার্চে। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে নেন ৬টি উইকেট। তার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জায়গা পান তিনি।

সেই সিরিজে রাওয়ালপিন্ডিতে আবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে সন্তুষ্ট থাকতে হয়েছে ১ উইকেট নিয়ে। যদিও ঐ ম্যাচটিতে পিচ কিছুটা স্পিনারদের পক্ষ হয়ে কথা বলেছিল। তবুও ক্ষিদেটা যেন জেগেছিল হাসানের। যা মেটাতে গিয়ে অবশ্ব্য দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছিলেন উইকেট শূন্য। তবে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর।

 দুর্দান্ত হয়ে ওঠা সেই ইনিংসে আদায় করে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। শিকার করেছেন মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, খুররাম শেহজাদসহ মীর হামজা ও মোহাম্মদ আলির উইকেট। দুই টেস্ট মিলিয়ে ৮ উইকেট শিকার করা হাসান ভারত সফরে গিয়ে ছড়াচ্ছেন দ্যুতি। পেস তোপে দিয়েই হাসাচ্ছেন পুরো বাংলাদেশকে।

তিন টেস্টে ১৪ উইকেট ঝুলিতে নিয়ে ভারতে এসেছেন হাসান। চেন্নাইয়ে প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন কতটা ভয়ঙ্কর ২৪ বছর বয়সি এই পেসার। আবহাওয়ার সুবিধা কাজে লাগান তিনি। অভিজ্ঞ তাসকিন আহমেদ রান দিলেও হাসানকে খেলতে পারেনি ভারতের টপ ও মিডল অর্ডার।

 হাসানের সবচেয়ে বড় শক্তি একই লাইন ও লেংথে দীর্ঘ স্পেল করা। তার বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারকে নিয়ে তিনি যে পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। শুবমন গিল আবার লেগ স্টাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। তিন উইকেট পড়ার পরে জশস্বী জয়সোয়াল ও রিশাভ পান্তের মধ্যে যখন জুটি হচ্ছে তখনও হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। অফ স্টাম্পের বাইরের বলে পন্থকে আউট করেন হাসান।

প্রথম দিন চা বিরতি পর্যন্ত ভারতের যে ৬টি উইকেট পড়েছে তার মধ্যে ৪টিই নিয়েছেন হাসান। যদিও ঐদিন আর কোনো উইকেট আদায় করতে পারেননি তিনি। গতকাল সকালে আবহাওয়া ছিল প্রতিকূলে। প্রচন্ড গরমে পেসারদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। এরই মাঝে তাসকিন নিয়মিত বিরতিতে উইকেট পাচ্ছিলেন। কিন্তু হাঁসফাঁস করতে হচ্ছিল হাসান মাহমুদকে। তবে ভারতের শেষ ব্যাটসম্যান জাসপ্রিত বুমরাকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করান। জাকির ক্যাচ নিতেই প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট শিকারি বনে যান হাসান। দ্বিতীয় দিন সকালে মাইলফলক ছুঁলেও প্রথম দিনই ২৪ বছরের হাসান বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর