চেন্নাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের ফলে বাংলাদেশ এখন মহাবিপদে। ফলোঅনের আশঙ্কা প্রবল। এর মাঝে সাকিব আল হাসান আর লিটন কুমার দাসের জুটি আশা জাগিয়েছিল। কিন্তু দুজনেই আউট হলেন দৃষ্টিকটু শট খেলতে গিয়ে। সাকিবের আউট দেখার পর সমালোচনা করতে ছাড়েননি ধারাভাষ্যকার তামিম ইকবাল।
মাত্র এক ওভার আগেই রবীন্দ্র জাদেজাকে সুইপ করে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন লিটন দাস। কিন্তু সাকিব সতীর্থের সেই ভুল থেকে শিক্ষা নেননি। সাকিব অন্য প্রান্তে দাঁড়িয়ে তা দেখেছেন। কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী করা উচিত এবং কী করা অনুচিত- সেটা হয়তো ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন! তাই সেই জাদেজাকেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সাকিব।
ইনিংসের ৩১তম ওভারে ৬৪ বলে ৩২ রান করা সাকিব এভাবে আউট হওয়ায় অনেকেই হতভম্ব হয়ে পড়েন। ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম ইকবাল বলেন, ‘সাকিবের রিভার্স সুইপ দেখে আমি খুবই অবাক হয়েছি। সে এই শট কমই খেলে থাকে। তাছাড়া এমন একটা পরিস্থিতিতে দল যখন চরম বিপদে আছে, তখন এমন শটে আউট হওয়া অনেক প্রশ্নের জন্ম দেবে।’
এছাড়া সুইপ করতে গিয়ে ক্যাচ দেওয়া লিটন দাসের আউট নিয়েও সমালোচনা করেন তামিম, ‘বিস্ময়কর! বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার, একজন সুইপ অন্যজন রিভার্স সুইপ করতে গিয়ে আউট। এটা খুব ভালো কিছু হলো না। লিটন এর আগে এই শটে রান করেছে। কিন্তু তার শটটা ঠিকঠাক হয়নি।’ তামিমের এই বক্তব্যের সমর্থন জানান তার সহ-ধারাভাষ্যকার দিনেশ কার্তিক।