ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা: বরিশাল রেঞ্জের ডিআইজি
  • ভোলা জেলা সংবাদদাতা:
  • ২০২৪-০৯-১৯ ০৯:১৭:১০

যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যেকোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং এটাই সত্য।

তিনি আরো বলেন, পুলিশের হাত আর নিচু হবে না। মাদক দমনে এখন থেকে পুলিশের ব্যাপক অভিযান চলবে। মাদকের গডফাদারদেরকেও ধরা হবে। মাদকমুক্ত বাংলাদেশে হবে।

এছাড়া দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, হিন্দু ভাই-বোনেরা নিশ্চিন্তে তাদের দুর্গাপূজা করবে। আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ ভোলা জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত