ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লালমনিরহাটে এক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২৪-০৯-১৯ ০৮:১৩:৩৭

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি, কালীগঞ্জ-আদিতমারী আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ তুলেছেন তাজ উদ্দিন আহমেদ নামে বিএনপি নেতা। তিনি তাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক। 

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করে তিনি। তিনি জানান, ২০১৬ সালে কাকিনা ইউনিয়নের ৩৬৫০ দাগে ৪৭০ নং কবলা মূলে ৪ শতক এবং ৪৭১ দলিলে ৪৩ শতক এবং ২৪৮৬ নং দলিল মূলে ৬ শতকসহ মোট ৫৩ শতক জমি ক্রয় করেছি। আমার সেই জমি রোকন উদ্দিন বাবুল জোড় করে ক্ষমতার দাপটে দখল করেছে। শেখ হাসিনা সরকারের আমলে আওমীলীগ নেতাদের ব্যবহার করে এসব করেছেন বলে অভিযোগ তোলেন। এ কারণে বিগত সরকারের আমলে কেউ মুখ খুলতে সাহস পায়নি। 

এ বিষয়ে বিএনপির জেলা সভাপতি আসাদুল হাবিব দুলুকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান তিনি। আর ডিসি-এসপিসহ বিভিন্ন দপ্তরের তার নামে অভিযোগ দিবেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।  তিনি আরো জানান, বাবুল ক্ষমতার দাপট দেখিয়ে  কালীগঞ্জ - আদিতমারী উপজেলার অনেকের জমি দখল করে নিয়েছেন। তার ক্ষমতার কারনে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী