ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২৪-০৯-১৯ ০৫:৪৪:৩৪

"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলাপ্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন। 

বিভাগীয় বন কর্মকর্তা ( দক্ষিণ)  মো: সারওয়ার আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ্, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) আনোয়ার হোসেন সরকার, এডিসি ( সার্বিক) মো: ইয়ামিন হোসেন, সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, ইউএনও (সদর) নিলুফা ইয়াসমিন চৌধুরী, এসিএফ (দক্ষিণ)  মো: আনিছুর রহমান প্রমুখ। মেলা উপলক্ষে সকালে একটি র ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দেশি-বিদেশি বনজ, ফলদ এবং ওষুধি গাছের চারা নিয়ে এবারের বৃক্ষ মেলায় ১৫ স্টল সাজানো হয়েছে। উদ্বোধনী দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গনে ভীড় জমিয়েছেন। মেলা শেষ হবে আগামি ২৫ সেপ্টেম্বর। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী