"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলাপ্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন।
বিভাগীয় বন কর্মকর্তা ( দক্ষিণ) মো: সারওয়ার আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ্, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) আনোয়ার হোসেন সরকার, এডিসি ( সার্বিক) মো: ইয়ামিন হোসেন, সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, ইউএনও (সদর) নিলুফা ইয়াসমিন চৌধুরী, এসিএফ (দক্ষিণ) মো: আনিছুর রহমান প্রমুখ। মেলা উপলক্ষে সকালে একটি র ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দেশি-বিদেশি বনজ, ফলদ এবং ওষুধি গাছের চারা নিয়ে এবারের বৃক্ষ মেলায় ১৫ স্টল সাজানো হয়েছে। উদ্বোধনী দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গনে ভীড় জমিয়েছেন। মেলা শেষ হবে আগামি ২৫ সেপ্টেম্বর।