ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৯-১৮ ০৭:৪৩:৩৬

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে দিনাজপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের  সিনিয়র শিক্ষক মোঃ তছলিম উদ্দীন, মোঃ মেহেদী মাসুম চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ শাহজাহান সাজু ও এমিলিউস টুডু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোক্তার আহম্মেদ।
 
মানববন্ধনে বক্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষক লাঞ্ছিত করায় তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি ন্যাক্কারজনক এ ঘটনায় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দ্রুত পদায়ন ও দীর্ঘদিনের পাওনা বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার ঢাকা শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের হামলায় কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মধ্যে হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক নামে দুইজন শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী