ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৯-১৮ ০৭:৪০:৫৭

 ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল রানার পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ও  আজ বুধবার শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা । 

এসময় শিক্ষার্থীরা  প্রধান শিক্ষককে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, প্রধান শিক্ষক আবু জামাল স্যার বিদ্যালয়ে নিজস্ব ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকা সত্বেও শ্রেণী কক্ষে জেনারেটর ব্যবস্থা করেন নাই। ফলে শিক্ষার্থীরা প্রচন্ড গরমে ক্লাসে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন জাতীয় দিবসে উৎযাপনে ক্রয় বাবদ বিল বাউচারের মাধ্যমে বিদ্যালয় তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা তিনি উত্তেলন করলেও শিক্ষার্থীদের কাছ থেকে তিনি অতিরিক্ত টাকা আদায় করেন। পাশাপাশি বিদ্যালয়ের অর্থ আত্মসাতের সাথে তিনি জড়িত। গতকাল বুধবার সকালে ফের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। 

দুপুরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন অবরুদ্ধ অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম গঠন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওই সময় স্কুলের প্রধান শিক্ষক আবু জামাল রানা বিদ্যালয়ে আসতে পারবেন না বলে জানানো হয়। শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের এক দফা এক দাবী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। পরে খবর পেয়ে স্কুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম শেখ। চলমান সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশ্বাস দেয়ার প্রেক্ষিতে শিক্ষাথীরা ক্লাশে ফিরে যান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী