ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
অ্যান্ড্রয়েড ও আইফোনে স্প্যাম টেক্সট বন্ধ করার উপায়
  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • ২০২৪-০৯-১৮ ০৬:০৯:৫৭

উন্নত প্রযুক্তির যুগে স্প্যাম মেসেজ বেশিরভাগ সময়ই উপদ্রব হয়ে দাঁড়ায়। অদরকারি বিজ্ঞাপন, ফিশিংয়ের চেষ্টাসহ বিভিন্ন মেসেজ দৈনন্দিন জীবন ব্যাহত করতে পারে। ফলে স্প্যাম টেক্সট বন্ধ করার উপায় জেনে রাখা উপকারী হতে পারে।

স্প্যাম টেক্সট কেবল বিরক্তিরই নয়, অনেক সময় বিপদের কারণ হতে পারে। ভালো খবর হল, অ্যান্ড্রয়েড ও আইওএস-এ স্প্যাম টেক্সট ব্লক করার উপায় রয়েছে। এ বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।


অ্যান্ড্রয়েড ফোনে


অ্যান্ড্রয়েড ফোনে গুগলের ডিফল্ট মেসেজেস অ্যাপ ব্যবহার করলে এ পদ্ধতি একেবারে সহজ। প্রথমে মেসেজেস অ্যাপে গিয়ে ওপরের ডান কোণায় প্রোফাইল আইকনে চাপুন।

● ড্রপ ডাউন মেনু থেকে ‘মেসেজেস সেটিংস’ অপশনটি বেছে নিন।

● সেটিংসের তালিকা থেকে ‘স্প্যাম প্রোটেকশন’ অপশনে চাপুন।

● পরের পৃষ্ঠায়, ‘এনএবল স্প্যাম প্রোটেকশন’-এর পাশের টগলটি ‘অন’ করে দিন।

● এটি চালু করলে বেশিরভাগ স্প্যাম টেক্সট ফোনের ইনবক্সে আসবে না।

● তবে, এটি চালু করা থাকলেও কিছু স্প্যাম টেক্সট ইনবক্সে যেতে পারে। এগুলো ম্যানুয়ালি ব্লক করতে পারেন।

প্রথমে মেসেজের থ্রেডটি চালু করুন, ওপরের পপ-আপে ‘ইয়েস, রিপোর্ট’ অপশনে চাপুন এরপর ‘রিপোর্ট স্প্যাম’ অপশন বেছে নিন।


আইফোনে

সেটিংস অ্যাপে গিয়ে ‘মেসেজেস’ অপশনটি বেছে নিন।

মেসেজেস মেনু থেকে নিচে স্ক্রল করুন, ‘ফিল্টার আননোন সেন্ডারস’ অপশনের টগলটি ‘অন’ করে দিন। এতে অচেনা কন্টাক্ট থেকে আসা মেসেজ একটি আলাদা তালিকায় যোগ হবে।

তবে, সব অপরিচিত নম্বরের মেসেজ আলাদা তালিকায় যুক্ত হোক এমন না চাইলে ম্যানুয়ালি নির্দিষ্ট কন্টাক্ট ব্লক করতে পারেন। এটি ‘রিপোর্ট জাংক’ অপশনে চাপুন ও পরের স্ক্রিনে এটি নিশ্চিত করুন।

এভাবে খুব সহজেই বিল্ট-ইন টুল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোনে স্প্যাম টেক্সট কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। তবে, কেউ চাইলে ‘ট্রু কলার’ ও ‘রোবোকিলার’-এর মতো থার্ডপার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। স্প্যাম টেক্সট শনাক্ত করে রুখে দিতে অ্যাপগুলো বাড়তি সহায়তা দেয়।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো
‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে
হারানো ফোন যেভাবে খুঁজে দেবে গুগল