ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
সন্তান বড় করতে যে কারণে ঐশ্বরিয়াকে অনুসরণ করবেন দীপিকা
  • বিনোদন ডেস্ক
  • ২০২৪-০৯-১৭ ০৭:২৪:১৩

তারকাদের সন্তানরা সাধারণত তাদের ন্যানির হতেই বেড়ে ওঠে, বলিউডে এই তালিকায় আছে কারিনা কাপুর বা আলিয়া ভাটের সন্তানরা। তবে ব্যতিক্রমও আছে, যারা ক্যারিয়ারের লাগাম টেনে সন্তানের দেখভাল করছেন নিজে। সেই ব্যতিক্রমীদের পথে হাঁটতে চান সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোন।

বলিডিড লাইফ ডটকম বলছে, মেয়েকে বড় করে তুলতে দীপিকা কোনো ন্যানির সহযোগিতা নিতে চাইছেন না।

দীপিকার বরাত দিয়ে অনলাইন পোর্টালটি লিখেছে, এই অভিনেত্রীর ইচ্ছে হল তারা বাবা-মা মিলে সন্তান বড় করবেন। আর এই কাজে দীপিকা এবং রাণবীরের পরিবারের সদস্যরা পাশে থাকবেন।

অর্থাৎ, এ কাজে দীপিকা অনুসরণ করছেন সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আনুশকা শর্মাকে। যারা তাদের সন্তানকে বড় করছেন নিজ হাতে। মা হওয়ার পর এই দুই অভিনেত্রী তাদের কাজও কমিয়ে দিয়েছেন।

দীপিকা এর আগে বলেছিলেন, সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।

গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তারকা দম্পতি দীপিকা ও রাণবীর সিং। সন্তান নিয়ে বাড়িও ফিরেছেন তারা। নতুন সদস্যের আগমন ঘিরে বড়সর পার্টিও হয়েছে দীপিকা-রাণবীরের বাড়িতে।

এখনই মেয়ের ছবি প্রকাশ করতে রাজি নয় দীপিকা ও রাণবীর। তারা চাইছেন প্রচারের আলো থেকে সন্তানকে দূরে রাখতে।

একই সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া ভাট ও রাণবীর কাপুরও। তারাও তাদের মেয়ে রাহা কাপুরের জন্মের পর আলোকচিত্রীদের কাছ থেকে তাকে শতহস্ত দূরে রাখতে দারুণ সাবধানতা মেনে চলতেন।

পরে রাহার একবছর হলে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসেন আলিয়া ও রাণবীর।

হালের এই রীতি মেনে চলছেন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। এই দম্পতিও তাদের প্রথম সন্তান ভামিকাকে ক্যামেরা থেকে অনেকদিন দূরে রেখেছিলেন, দ্বিতীয়টির ক্ষেত্রেও তাই করছেন তারা।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!