ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কলম্বাসের ভাস্কর্য উপড়ে ফেললো যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীরা
  • ডেস্ক রিপোর্ট:
  • ২০২০-০৬-১১ ২১:৪৮:০৮

পুলিশের নির্যাতনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর দেশটিতে গড়ে ওঠা বর্ণবাদ বিরোধী আন্দোলনে এবার ক্রিস্টোফার কলম্বাসের একটি ভাস্কর্য উপড়ে ফেলেছেন আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, গত মঙ্গলবার রাতে দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডের বির্ড পার্কের ওই ভাস্কর্যটিকে আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের একটি পতাকা দিয়ে মুড়িয়ে তাতে আগুন ধরিয়ে তারপর পার্শ্ববর্তী একটি লেকে ফেলে দেয়। খবর রয়টার্সের।

পুলিশের হাতে ফ্লয়েডের মৃত্যুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে এর বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে গাড়ি থেকে নামিয়ে ঘাড়ের ওপর পা দিয়ে প্রায় নয় মিনিট চেপে ধরে রাখেন শ্বেতাঙ্গ এক পুলিশ। ঘটনার এক পর্যায়ে দম বন্ধ হয়ে মারা যান ৪৬ বছর বয়সী ফ্লয়েড।

বহু জাতির সংমিশ্রণে গড়ে ওঠা দেশ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী অতীতের ধারক হিসেবে গড়ে ওঠা ভাস্কর্য ও স্থাপনা নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এরমধ্যেই আন্দোলনকারীরা রাজতন্ত্র ও দাসপ্রথা সংশ্লিষ্ট  ভাস্কর্যগুলোকে ভেঙ্গে ফেলছে।

১৪৫১ সালে ইতালির জেনোয়া শহরে জন্ম নেওয়া ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপিয়ানদের মধ্যে সবার আগে আমেরিকায় পৌঁছান। ১৪৯২ সালের ১২ অক্টোবর তিনি আমেরিকায় পৌঁছান যেখানে ইউরোপীয়রা পরবর্তীতে উপনিবেশ স্থাপন করে। কলম্বাসের এই যাত্রাকে স্মরণীয় রাখতে প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিনে কলম্বাস দিবস পালন করা হয়। দিনটি যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন।

 

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা