আজও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীদের ভিড়। টিকিট কাউন্টারে সিরিয়াল নিয়ে চলছে চরম বিশৃঙ্খলা।
বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ২০ মার্চের আগ পর্যন্ত যাদের ফিরতি টিকিট কাটা ছিল, তারাই কেবল আজ টিকিট পাবেন। আর সেখান থেকে কেবল রিয়াদ ও জেদ্দার যাত্রীদেরই টিকিট দেয়া হচ্ছে। অন্য কোন গন্তব্যের যাত্রীদের এখানে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪টি ফ্লাইটের বাইরে নতুন আর কোন ফ্লাইট শিডিউল করা সম্ভব হয়নি। এদিকে, কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারেও টোকেন দেখে টিকিট দেয়া হচ্ছে। আজ ৮৫১ থেকে ১৪০০ সিরিয়ালের টোকেন পর্যন্ত টিকিট দেয়া হবে সেখানে।