ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আখাউড়া সীমান্তে চট্টগ্রামের সাবেক এমপি আটক
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • ২০২৪-০৯-১২ ০৬:৫৯:১৯
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম- ৬(রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের –আব্দুল্লাপুর-কালিকাপুর সীমান্ত পথ দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাচ্ছিলেন তিনি। এসময় তাকে পলায়নে সহযোগিতার অভিযোগে নুরপুর ১নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হান্নান মিয়া (৪৫) ও মোঃ নাঈম চৌধুরী (২২) নামে আরও দুই যুবক বিজিবির হাতে আটক হয়। বিজিবির ফকির মোড়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীর বাজার এলাকার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নান মিয়া তাকে সীমান্ত এলাকায় নিয়ে যান। এসময় ফকির মোড়া বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদেরকে সীমান্তের ভুনবন এলাকার ২০২২-৭ এস পিলারের আব্দুল্লাহপুর সীমান্তপথে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি লাল বাংলাদেশী পাসপোর্ট ও নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়। বিজিবি সূত্র জানায়, সাবেক সাংসদ ফজলে করিমকে মানব পাচারকারী মোঃ নাঈম ভারতে প্রবেশ করিয়ে দিবে বলে মোবাইল ফোনে জানায়। তখন তিনি ঢাকা থেকে বাস যোগে আখাউড়ায় আসেন। সাবেক মেম্বার হান্নান মিয়ার সহযোগিতায় ও মানব পাচারকারী নাঈমের মাধ্যমে ওই সাবেক সংসদ সদস্য অবৈধভাবে ভারতে যাচ্ছিল। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। জানাগেছে, গত ৫ আগষ্টে ছাত্র -জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থেকে ফজলে করিম চৌধুরী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা চলমান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ফারাজ করিমের বাবা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী