ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আ.লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-০৯-১১ ০৬:৫৫:১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি একাধিক হত্যা ও মাদক মামলার আসামী অলি মুন্সিকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।  বুধবার দুপুরে শহরের কাউতলীস্থ জেলা প্রশাসক কার্যালয় সামনের সড়কে বিপুল সংখ্যক গ্রামবাসী এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জামশেদ সর্দার, মোঃ তাজু সরদার, কাইতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মুসা, ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাকির, ৩নং ওয়ার্ড মেম্বার আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, ব্যবসায়ী মোঃ তানভীর হোসেন সাগর, মোহাম্মদ বশির মুন্সী, মোঃ সজিব মুন্সি, মোঃ জহির মুনশি প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, কুখ্যাত অলি মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছে। সে ও তার পরিবারের হাতে অন্তত ৫ টি হত্যার ঘটনা ঘটেছে। এসবের প্রতিবাদ করলে গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রাণিসহ নির্যাতন করা হতো। বক্তারা দ্রæত পলাতক অলি মুন্সিসহ তার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা কুমিল্লা-সিলেট আ লিক মহাসড়কে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে অলি মুন্সির বিচারের দাবীতে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে গ্রামবাসী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী