ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবীতে মানববন্ধন
  • বান্দরবান প্রতিনিধি
  • ২০২৪-০৯-১১ ০৬:৩৫:২৫

বান্দরবানের আলীকদম উপজেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান "মেসার্স রিফ এন্টারপ্রাইজ"কর্তৃক  আলীকদম উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি দৌছড়ি রোড় চেইনিং ৩৮২০ হতে ৫৫৬০ মিটার রাস্তা নির্মাণরকাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধাণ।

বুধবার (১১ সেপ্টাম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মেসার্স রিফ এন্টারপ্রাইজ  আলীকদম দৌছড়ি সড়ক নির্মাণে কি পরিমাণ অনিয়ম দূৃৃর্নীতি করেছে তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে পাহাড়ের মাটি কে বালি হিসেবে ব্যবহার,ঝিরি-ঝরনার পাথর ও নিম্নমানের ইট দিয়ে রাস্তা নিমার্ণ করছি,আমরা এলাকা বাসী এর প্রতিবাদ করলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আমাদের বাকরুদ্ধ করেছিলো। আমরা চাই সড়ক নির্মাণে এমন অনিয়ম ও দূর্নীতির সুষ্ঠ তদন্ত পূর্বক।ব্যবস্থা গ্রহণ করা হোক।

এর আগেও রিফ এন্টারপ্রাইজের বিরোদ্ধে একাধিক পত্র পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। তারপরও কেন প্রশাসন নিরব,আমরা চাই কাজের গুণগত মান ঠিক এবং অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের বিরোদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে এর চেয়েও বড় যেকোন কর্মসূচি গ্রহণে আলীকদম বাসী প্রস্তুত।

মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে রিফ এন্টারপ্রাইজের অনিয়ম ও দূর্নীতির তদন্তের দাবী জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধাণ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে, ২০২১ সালে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম ট্রেডার্স, রিপ এন্টারপ্রাইজ, ইউটিমং, অনন্ত বিকাশ ত্রিপুরা ও মার্মা এন্টারপ্রাইজ।

বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ৫টি প্যাকেজে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২ কিলোমিটার দীর্ঘ আন্তঃসংযোগ সড়ককের দ্বিতীয় অংশের নির্মাণের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান রিফ কনস্ট্রাকশনের নামে ৫ কোটি টাকায় বাস্তবায়ন করছেন বিএনপি নেতা ঠিকাদার মশিউর রহমান মিঠুন। অন্যদিকে ৪৫ শতাংশ কাজের অগ্রগতি থাকলেও হিংসভাগ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সড়ক টি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলে ২০২২ সালের জুন মাসে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী