নীলফামারীর ১০২টি জলাশয়ে ২হাজার ২০৯কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব মাছের পোনা অবুমুক্ত করা হয়। গতকাল কিশোরগঞ্জে অবমুক্ত করণের মধ্যদিয়ে শেষ হয়েছে এই কর্মসুচি।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, ৫লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে সুফলভোগীর সংখ্যা রয়েছে ৯হাজার ৪৭০ জন। জেলা মৎস্য দফতর সুত্র জানায়, কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হয় এসব জলাশয়ে।