পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মহানন্দা ইকো কর্টেজ হলরুমে বাংলাদেশে সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা আশা এর আয়োজন করে।
তেঁতুলিয়া সদর ব্রাঞ্চের সহকারি ম্যানেজার জয়শংকর এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার শুভউদ্বোধন করেন মো. আসাদুজ্জামান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, আশা তেঁতুলিয়া অঞ্চল, পঞ্চগড়। এতে স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া সদর ব্রাঞ্চের ম্যানেজার নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ তামান্না ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাশরুম নানারকম পুষ্টিগুন সমৃদ্ধ সবজ্বি জাতের একটি অর্থকরী ফসল। মাশরুম মানবদেহের হৃদরোগ, ডাইবেটিস, ক্যান্সার প্রতিরোধে বেশ উপকারী সবজ্বি। কৃষি বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থা আশা মাশরুম চাষবাদ, উৎপাদন ও উন্নয়ন বিষয়ে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান সহ অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে এঅঞ্চলে মাশরুম চাষের নতুন দিগন্ত উম্মোচন হবে। তিনি অংশগ্রহণকারীদের মাশরুম চাষ বিষয়ে টেকনিক্যাল সহযোগিতার আশ্বাস দেন। কর্মশালায় মাশরুম চাষ ও উৎপাদন বিষয়ে প্রশিক্ষক হিসেবে খায়রুল বাসার টিপু, সিনিয়র এগ্রি অফিসার (মাশরুম), আশা-রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং মো. শিপু আলী, সফল মাশরুম উদ্যোক্তা, আদর্শ মাশরুম সেন্টার, বীরগঞ্জ, দিনাজপুর, বিষদভাবে আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় আশা’র সদস্য সহ বিভিন্ন পেশার ৩০ জন নারী-পুরুষ ও তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।