ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৪-০৯-১০ ১০:২০:৩৯

নানান আয়োজনে ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ইএসডিও সেফগার্ডিং ইউনিটের আয়োজনে মঙ্গলবার সকালে ইএসডিও 'র প্রধান কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়াও ইএসডিও'র ঢাকা অফিসে সমাবেশ, সেমিনার এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এর নেতৃত্ব দেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান  এবং  ইএসডিও'র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় ইএসডিও'র বিভিন্ন কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য,  ১০ সেপ্টেম্বর, ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এটি সচেতনতা বাড়ানোর দিন। ২০০৩ সাল থেকে অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যার প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের স্থান দশম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে কেউ না কেউ আত্মহত্যার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। প্রতি বছর আত্মহত্যাজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৮ লাখ, যার ৭৫ শতাংশই ঘটে নিম্ন ও নিম্নমধ্য আয়ের দেশগুলোতে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত