দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগসহ- ১২টি পরিবারকে চাকুরী দেওয়ার কথা বলে নিঃস্ব করাসহ বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ । আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম এর ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সদর থানায় পাঠানো হয়েছে।
ঝিনাইদহ র্যাবের মেজর নাঈম আহমেদ জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাবের একটি দল পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকাতে অভিযান চালায়। অভিযানকালে র্যাব জানতে পারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের সাথে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রতারক রেজাউল করিম ভাড়াটিয়া বাড়িতে অবস্থান করছে। সে সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় নাশকতার মামলায় অভিযুক্ত রেজাউল করিমকে সদর থানায় প্রেরণ করা হয়।
র্যাব আরও জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, জাল-জালিয়াতি করে চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনাকরাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে।
উল্লেখ্য- গত জুলাই মাসে জাতীয়-আঞ্চলিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতারক রেজাউল করিম ১২টি পরিবারকে চাকুরী দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগসহ তার বিরুদ্ধে প্রতারনার মামলা রয়েছে। এ বিষয়ে খবর প্রকাশিত ও প্রচার হয়।