ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দাফনের এক মাস পর আন্দোলনে নিহত সূর্যের মরদেহ উত্তোলন
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০৯-১০ ০৭:৫০:৩০

দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগুনে পুড়ে আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ একমাস ৫ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 মঙ্গলবার সকাল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)র উপস্থিতি পুলিশ আসাদুজ্জামান নুর সূর্যের মরদেহ উত্তোলন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান,গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়ায় তাদের লাশ দাফন করেন।

পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তাঁর উপস্থিতিতে আজ লাশের ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী