ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
চোখ বাঁধা অবস্থায় ফেসবুকে ভাইরাল যুবলীগ নেতা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৪ ০৭:৪৯:৫২

ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যুবলীগ নেতা শেখ আরাফাতের কথপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, সদর সার্কেল রাশেদুল ইসলাম ও ভাঙ্গা সার্কেল গাজি রবিউলকে নিয়ে এ কমিটি গঠন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো, আলিমুজ্জামান। আরাফাত ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আরাফাত দাবী করেছে, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের গাড়িতে তুলে উপজেলার পুখুড়িয়া এলাকায় এসে ডিবি পুলিশের গাড়িতে তুলে দেয় ভাঙ্গা পুলিশ। এরপর তাকে ক্রসফায়ারসহ নানা ধরনের ভয় দেখায় ডিবি পুলিশ। তারা বলে, 'তুই সকালে সুর্যেও আলো দেখতে পারবি না।' পরে, তাকে চেয়ারে বসিয়ে দুই পা বেঁধে লাঠি ও বোতল দিয়ে আধা ঘন্টা পেটানো হয়। সে ঘটনার কথপোকথনে ভিডিওটি ভাইরাল করা হয়।

আর তার সামনে বসে কথা বলছেন সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহাদুজ্জামান। পেছন দিকে আছে পুলিশের আরও কয়েকজন সদস্য। এসময় আহাদুজ্জামান নিজেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের লোক বলে দাবি করেন।

এ ঘটনায় তদন্ত কমিটির আহ্বায়ক জামাল পাশা বলেন, বিষয়টি নিয়ে তাকে নিয়ে তিন সদস্য তদন্ত কমিটি কঠন করা হয়েছে। দ্রুতই এর রিপোর্ট দিতে পারবেন বলে তিনি আশা করছেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা