ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ
  • দিনাজপুর প্রতিনিধি :
  • ২০২৪-০৯-০৮ ১০:০৪:২২

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে ঘোরানো হয়েছে। রাব্বি শেখ নামের ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একজন।

রোববার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া করেন।

এসময় শিক্ষার্থীদের ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালেসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তবে এ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একপক্ষ ঘটনার সমর্থন করলেও কেউ কেউ বলছেন সাধারণ শিক্ষার্থীরা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মী সাকিব আহমেদকেও জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া করেন শিক্ষার্থীরা।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত