ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সৈয়দপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৯-০৮ ০৫:৩৪:৪৫

বিশ্ব ফিজিওথেরাপী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামুল্যে ফিজিওথেরাপী সেবা ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ আশা গোলাহাট সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে কর্মসুচির উদ্বোধন করেন আশা গোলাহাট স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার সুমাইয়া তাসমিন সুমী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা জেলা কার্যালয়ের সিনিয়র ডিস্ট্রিট ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম। ক্যাম্প পরিচালনা করেন ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট মাহমুদা বিনতে ইয়াকুব। 

আশা গোলাহাট স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার সুমাইয়া তাসমিন সুমী জানান, দিনব্যাপী বিনামুল্যের সেবা কার্যক্রমে অর্ধশত রোগীকে সেবা প্রদান এবং চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত