ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রিহ্যাব থেকে ঐশী প্রপার্টিজ লিমিটেডকে বহিস্কার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-২৪ ০৭:৩৯:৪৮

সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্য কলাপে যুক্ত থাকায় ঐশী প্রপার্টিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিস্কার করা হয়েছে।

ঐশী প্রপার্টিজ লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৬৪/২০১৩)-কোম্পানির চেয়ারম্যান- মোঃ আইয়ুব আলী।

রিহ্যাব থেকে বহিস্কৃত ঐশী প্রপার্টিজ লিমিটেড রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ “রিহ্যাব সদস্য” পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সর্বসম্মতভাবে ঐশী প্রপার্টিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ