ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইউনিয়ন-পৗর ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির কমিটি গঠন
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৯-০৭ ০৪:৪১:১৯

ইউনিয়ন-পৗর ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি নীলফামারীর মতবিনিময় সভা শনিবার নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলাম, ডোমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আব্দুল কাদের, চওড়া বড়গাছা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আহসান হাবিব, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক পরমেশ্বর রায়, সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক সানোয়ার হোসেন, জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক জাহেনুর ইসলাম, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রনজিৎ কুমার রায় প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলাম। সভায় পুর্বের কমিটি বিলুপ্ত করে পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজাকে সভাপতি ও চওড়া বড়গাছা ইউনিয়নের আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
কমিটির উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ইটাখোলার বলরাম রায় সাংগঠনিক সম্পাদক, নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলাম অর্থ সম্পাদক ও গোড়গ্রামের আব্দুল মজিদ দফতর সম্পাদক।  

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী