নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের সাথে জিংক ধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
- ঠাকুরগাঁও প্রতিনিধি:
-
২০২৪-০৯-০৭ ০১:২৬:৪১
- Print
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী "নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের সাথে জিংক ধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনব্যাপী দেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও'র প্রধান কার্যালয়ের "চেতনা বিকাশ কেন্দ্রে" হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় ""নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার দের সাথে এ জিংক ধান বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার, রিয়েক্টস-ইন প্রজেক্ট। আরও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ফাইন্যান্স ফোকাল মোঃ রফিকুল ইসলাম ও পিসি মোঃ কামরুল ইসলাম।
আলোচনা সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারী বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ (খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা), চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিএডিসির সীড মার্কেটিং কর্মকর্তা, আটো রাইস মিলার, মসজিদের ইমাম, পুরোহিত, চিড়া মুড়ি মিল মালিক, বিভিন্ন কলেজের ও স্কুলের শিক্ষক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, নারী নেত্রী ও জিংক ধান উৎপাদনকারী কৃষাণী বৃন্দ।
সভায় মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।