নীলফামারীতে শেখ হাসিনাসহ ১২৫জনের নামে মামলা
- নুর আলম, নীলফামারী:
-
২০২৪-০৯-০৫ ০৮:৪১:৫৬
- Print
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকসহ ১২৫জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলী আদালত-১ এ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত আরো অন্তত ৩’শ জনকে আসামী করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা জানান, গত চার আগষ্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাদ্দাম হোসেনের অনলাইন নির্দেশনায় নীলফামারী জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালায় স্থানীয় নেতারা।