ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুমিল্লায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুমিল্লা প্রতিনিধি
  • ২০২৪-০৯-০৫ ০২:৫৮:১৩

কুমিল্লার হোমনায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী