ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝালকাঠিতে নবপদায়নকৃত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-০৯-০৫ ০২:৩৯:১৮
ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার(এসপি) হিসেবে যোগদান করবেন নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জ্বল কুমার রায়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৭ আগস্ট ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলী করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী