ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নের ৬০ টি পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ইএসডিও এর বাস্তবায়নে হেকস্ ইপার এর সহযোগিতায় বুধবার সকালে বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সহযোগিতা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্য গোয়ালকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, থ্রাইভ প্রকল্পের সমন্বকারী কাজী সেরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার খায়রুল আলম, সেকেন্ড চান্স এডুকেশনের উপজেলা ম্যানেজার রফিকুল ইসলাম ও ভিলেজ কোট প্রোগ্রামের উপজেলা ম্যানেজার জিব্রেল ইডেন সহ থ্রাইভ প্রকল্পের উন্নয়ন কর্মীরা।
এ সময় প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে দুই হাজার টাকা থেকে পনের হাজার টাকা পর্যন্ত মোট এক লক্ষ ছিয়াশি হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।
ইএসডিও কর্তৃক বাস্তবায়িত ও হেকস্ ইপার এর সহযোগিতায় ইএসডিও থ্রাইভ প্রকল্প সমতল অঞ্চলের আদিবাসী ও দলিত সম্প্রদায় কে নিয়ে জুলাই ২০২৪ সাল থেকে কাজ শুরু করে। ২০২৪ সালের গত জুন মাসে বালিয়াডাঙ্গি উপজেলার ৪ টি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাত আনুমানিক ১.০০ টায় কাল বৈশাখী ঝড়ে উপজেলার আদিবাসী ও মুলশ্রোতধারা সহ প্রায় ৬০টি পরিবারের ঘর বাড়ীর ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে বসত বাড়ীর আশে পাশে ফলের গাছ, কাঠের গাছ ভেঙ্গে যায়, টিন উড়ে যায় এবং কমিউনিটির পার্শবর্তী রাস্তার পাশে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গিয়ে পুরো কমিউনিটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, মাটির ঘরের দেয়াল থেকে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন হয়ে যায় এবং কৃষি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।