ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-০৯-০৪ ০৭:৩৬:৩৩

সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকালে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই  মিট দ্য প্রেস ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে এবং সেবা প্রত্যাশী সম্মানিত নাগরিকগণ যেন নির্বিঘ্নে পুলিশী সেবা নিতে পারেন সেজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শামছুল আজম,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ   প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ,  হারুন অর রশিদ খান হাসান,  সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন  ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত