ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কাজী নজরুল ইসলামের স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
  • বিনোদন ডেস্ক
  • ২০২৪-০৯-০৩ ১০:১৩:০৫

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। ‘কাজী নজরুল ইসলাম’ নামের সেই ছবিটি নির্মাণ করছেন টলিউড নির্মাতা আবদুল আলিম। 

 
এই সিনেমায় কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ। আর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন দেশের ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

কবির স্ত্রীর চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অর্চিতার ভাষায়, এ প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ। তবে এটুকু বলছি, পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে পুরোটা জানতে পারবেন।’

 এদিকে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

 ‘কাজী নজরুল ইসলাম’র চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!