দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীর একান্ত প্রচেষ্টায় কয়েক মণ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীরা পোনামাছ অবমুক্তকরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনারুল হক, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক এমএস সাহেদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত, পৌর যুব দলের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে গ্রামের ২ শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মোঃ আনারুল হক বলেন, সরকারি এই জলাশয়টি দীর্ঘ ১৫ বছর ধরে জোর পূর্বক আওয়ামীলীগের লোকজন দখল করে রেখে মাছ চাষ করছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা এলাকাবাসীর সহযোগীতায় জলাশয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি এবং পোনা মাছ ছেড়েছি।